অপপ্রচারকারীদের হুঁশিয়ারি ঢাবি ছাত্রদল সাধারণ সম্পাদকের
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:১৬ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:১৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের বিরুদ্ধে আর কোনো অপপ্রচার চালালে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। আজ শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার পর ক্যাম্পাসে এক বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। ছাত্রদলের নামে অব্যাহতভাবে অপপ্রচারের অভিযোগ এনে এই কর্মসূচি পালন করা হয়।
এর আগে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে পুনরায় টিএসসির রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এখানেই একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এসময় তারা তুমি কে আমি কে -বাংলাদেশী বাংলাদেশী, দিল্লী না ঢাকা - ঢাকা ঢাকা, গুজব লীগের আস্তানা- ভেঙে দাও গুড়িয়ে দাও প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
সংক্ষিপ্ত সমাবেশে নাহিদুজ্জামান শিপন বলেন, যে সকল মুনাফিক সংগঠন, গোপন সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে মিথ্যা অপপ্রচারে লিপ্ত তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আর কোন অপপ্রচার যদি আপনারা চালান তাহলে কিন্তু ভালো হবে না। ছাত্রদল কারও রক্তচক্ষুকে ভয় পায় না।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে যে রাজপথে দীর্ঘ লড়াই-সংগ্রামে অবতীর্ণ ছিল, ঠিক তেমনি শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণ, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় রাজপথে লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে।
সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আমাদের ভালো কাজগুলোকে সহ্য করতে না পেরে নামে-বেনামে অনেক গুজব বাহিনী, বট বাহিনী আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা ছাত্রদলের জনপ্রিয়তাকে কমাতে পারেনি। আমাদের বিরুদ্ধে বলা হয়েছিলো আমরা নাকি ভিসি স্যারকে হেনস্থা করেছি কিনতু আজকে প্রক্টর স্যার নিশ্চিত করেছেন যে কোন হেনস্থার ঘটনা সেখানে ঘটেনি।
তিনি বলেন, উপাচার্য ও প্রক্টর মহোদয়কে বলতে চাই, আপনারা মব ক্রিয়েট বন্ধ করুন। কিন্তু আমরা যদি জানতে পারি আপনারাই মব সৃষ্টির পেছনে রয়েছেন তাহলে ঢাবি ছাত্রদলের সভাপতি হিসেবে আমি আপনাদের হুশিয়ারি দিয়ে গেলাম।
গণেশ বলেন, ৭১ এর পরাজিত শক্তি ২৪ এর পরাজিত শক্তি আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এসব কুচক্রি মহলকে প্রতিহত করতে হবে।
সভাপতি বলেন, আজকে গণঅধিকার পরিষদের ফারুকের উপর হামলার ঘটনায় তার সুস্বাস্থ্য কামনা করে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানাই।