দেশের ভালোর দায়িত্ব রাজনৈতিক দলের, কোনো এনজিওর নয়: জেড আই খান পান্না
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:১৩ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:১৩ PM
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, দেশের ভালোর দায়িত্ব রাজনৈতিক দলের, কোনো এনজিওর নয়।
সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে সিরাজুল আলম খান ফাউন্ডেশন আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার ও সিরাজুল আলম খান’ শীর্ষক আলোচনা সভায় জেড আই খান পান্না এ কথা বলেন।
মানবাধিকারকর্মী জেড আই খান পান্না বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে—এটা ভাবার মতো মূর্খ অন্তত আমি না। অনতিবিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, যত তাড়াতাড়ি করবেন তত আপনার মঙ্গল, দেশের মঙ্গল হবে। দেশ ভালো করুক, এটি রাজনৈতিক দলের দায়িত্ব, কোনো এনজিওর দায়িত্ব নয়।’
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলা প্রসঙ্গে এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, চিন্ময়কে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে। তিনি জাতীয় পতাকার ওপরে ইসকনের পতাকা তুলেছেন অভিযোগে। মামলায় জামিন দেবে না, আইনজীবীকে দাঁড়াতে দেবে না। সরকার নিশ্চুপ।
চিন্ময়ের জামিনের জন্য ঢাকা থেকে চট্টগ্রামে আইনজীবী গিয়েও নাজেহাল হয়েছেন উল্লেখ করে জেড আই খান বলেন, দেশের বিভিন্ন স্থানে মাহফিল হয়, যেখানে বাংলাদেশের পতাকার ওপরে অন্য পতাকাও থাকে। সেখানে যারা এসব পতাকা তৈরি করে, তাদের বিরুদ্ধে কেন মামলা হয় না?
সিরাজুল আলম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সাঈদ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, মানবাধিকারকর্মী নূর খান, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) প্রমুখ।