ঢাকায় মসজিদুল আকসার ইমাম, শুক্রবার উপস্থিত থাকবেন যেখানে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:১৬ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:১৬ PM
মুসলিম সম্প্রদায়ের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী ১০ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) তিনি ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামি সম্মেলনে বক্তব্য দেবেন।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লন্ডনপ্রবাসী সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খানের আমন্ত্রণে মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী গত ২৯ ডিসেম্বর ঢাকায় আসেন। ১০ দিনের সফরে তিনি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিল ও ইসলামি সম্মেলনে অংশ নেবেন।
বুধবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর, কুমিল্লার দেবীদ্বার, চট্টগ্রামের কক্সবাজার ও হাটহাজারী মাদ্রাসার মাহফিলে অংশ নিয়েছেন শায়েখ আলী ওমর। বৃহস্পতিবার তিনি ফেনীর সোনাগাজীতে আল–হাসনাইন একাডেমির মাহফিলে রয়েছেন।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মসজিদুল আকসার ইমাম বনানীর টিঅ্যান্ডটি মসজিদে জুমার নামাজ পড়বেন। সেখানে তিনি বক্তব্য দিতে পারেন। বিকেলে ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ’ নামের একটি সংগঠনের ইসলামি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মেলনের প্রথম পর্বে তাহাফফুজে খতমে নবুয়তের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং দ্বিতীয় পর্বে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজেদুর রহমান সভাপতিত্ব করবেন।
সম্মেলন উপলক্ষে আজ রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকাসহ বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করেন খতমে নবুয়তের নেতারা। সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ‘আমাদের লিফলেট (প্রচারপত্র) বিতরণের মূল লক্ষ্য, খতমে নবুয়তের গুরুত্ব ও তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং তাদের ইসলামি মহাসম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত করা।’
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী ঢাকার বনানী, মোহাম্মদপুরের বসিলা, সিলেটের সুনামগঞ্জ ও গোলাপগঞ্জে বিভিন্ন মাহফিলে অংশ নেবেন। এর মধ্যে ৭ জানুয়ারি সিলেটের কাজীর বাজার মাদ্রাসা ও গোলাপগঞ্জ দারুল উলুম মাদ্রাসায় মাহফিলে অংশ নেবেন। ৮ জানুয়ারি তিনি ফিলিস্তিনের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন লন্ডনপ্রবাসী ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খান। তার ব্যক্তিগত উদ্যোগ ও আমন্ত্রণে শায়েখ আলী ওমর ইয়াকুব ২০১৮ সাল থেকে প্রায় প্রতিবছরই বাংলাদেশে আসছেন।