বিশ্ববিদ্যালয়ের পুকুরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, শিক্ষার্থীদের ক্ষোভ
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে পুকুরগুলোতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ক্যাম্পাসের বিভিন্ন পুকুরে বিনা অনুমতিতে মাছ ধরা নিষেধ এই সতর্কবার্তা সংবলিত ব্যানার টানানো হয়। সম্প্রতি রাণী পুকুরসহ অন্যান্য পুকুরে শিক্ষার্থী, কর্মচারী এবং বহিরাগতদের মাছ ধরার ঘটনা বাড়তে থাকায় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের পুকুরগুলো স্টেট শাখা দেখভাল করে। এটি প্রশাসনের সমন্বিত সিদ্ধান্ত। পুকুরগুলোতে নিয়মিত এবং ক্লাস চলাকালীন মাছ ধরার কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এছাড়া বহিরাগতদের অংশগ্রহণ নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছিল। এসব বিবেচনা করেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্টেট অফিসের পরিচালক ড. মো. আশরাফ আলী বলেন, পুকুরের মাছগুলো একটি পরিকল্পনার অংশ হিসেবে ছাড়া হয়েছিল। এগুলো বড় হলে বাজারমূল্যের চেয়ে কম দামে বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডাররা কিনতে পারতেন। কিন্তু কেউ যদি ইচ্ছেমতো মাছ ধরেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের সম্পদের সুষম বণ্টন বিঘ্নিত হয়।
গণিত বিভাগের শিক্ষার্থী রোহান আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের মেইন স্টেকহোল্ডার শিক্ষক-কর্মকর্তারা। শিক্ষার্থীদের কাজ পড়াশোনা এবং গবেষণা করা। তাই এই সিদ্ধান্তকে আমি পূর্ণ সমর্থন জানাই।
অন্যদিকে, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সজীব হাসান বলেন, এটি প্রশাসনের প্রহসন ছাড়া কিছু নয়। শিক্ষার্থীরা মজা করেই মাছ ধরতে যায়। হাতে গোনা কয়েকজনই মাছ ধরেন, বাকিরা খালি হাতেই ফিরে আসেন। এতে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি হয়। নিষেধাজ্ঞা অযৌক্তিক।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান রাব্বি বলেন, শিক্ষার্থীরা মাঝে মাঝে মাছ ধরতে পারে। কিন্তু কেউ যদি প্রতিদিন মাছ ধরে, সেটা অবশ্যই ভালো দেখায় না। পুকুরগুলো আমাদের সম্পদ, তাই এ বিষয়ে সচেতন থাকা উচিত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই নিষেধাজ্ঞা ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রাখতে কতটা কার্যকর হবে, তা নিয়ে আলোচনা চলছে। জানা যায়, গত শনিবার রাতে ২ জন বহিরাগতকে মাছ ধরা অবস্থায় পাওয়া গেলে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়।