প্রধান শিক্ষকের গাফিলতি, ভবিষ্যৎ অনিশ্চিত ৫৩ শিক্ষার্থীর

বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়
বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়  © টিডিসি ফটো

সাতক্ষীরা সদরের বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুলের গাফিলতির কারণে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে সংকটে পড়েছে ৫৩ শিক্ষার্থী।

এ ঘটনায় অভিভাবকরা বুধবার (১ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফরম পূরণের শেষ সময় ছিল গত ৩০ ডিসেম্বর। নির্ধারিত ১৬ ডিসেম্বরের মধ্যে অভিভাবকরা ফরম পূরণের টাকা প্রধান শিক্ষকের কাছে জমা দিলেও তা যথাসময়ে বোর্ডে জমা দেওয়া হয়নি। এ কারণে এখন শিক্ষার্থীদের বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে হবে। অভিভাবকরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক ইচ্ছাকৃতভাবে বিলম্ব ফি আদায়ের মাধ্যমে অতিরিক্ত কোচিং ফি নেওয়ার উদ্দেশ্যে এমনটা করেছেন।

এক অভিভাবক বলেন, আমরা সময়মতো টাকা জমা দিয়েছি। শিক্ষকদের দায়িত্বহীনতার কারণে আমাদের সন্তানদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে।

প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডে ফি জমা দেওয়া সম্ভব হয়নি। তবে বিলম্ব ফি দিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শোয়াইব আহমেদ অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিভাবকরা দ্রুত সমস্যার সমাধান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ