জন্মদিনে স্মরণীয় কিছু করার আগেই রান আউট হলেন তামিম

জন্মদিনে স্মরণীয় কিছু করার আগেই রান আউট হলেন তামিম
জন্মদিনে স্মরণীয় কিছু করার আগেই রান আউট হলেন তামিম  © সংগৃহীত

সিরিজ নিশ্চিত করতে আজ দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। অধিনায়ক তামিম ইকবাল রানখরায় ভুগছেন একের পর এক ম্যাচে। দল ভালো করলেও অধিনায়কের পারফরম্যান্স সবার জন্যই অস্বস্তিকর। নিজের ৩৪তম জন্মদিনে হয়তো ব্যাট হাতে স্মরণীয় কিছু করত চেয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। দলীয় ফিফটির আগে রান আউট হয়ে ফেরেন তামিম। জন্মদিনে আক্ষেপ নিয়ে তাকে ছাড়তে হয় মাঠ। 

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। তামিম ইকবাল আর লিটন দাস শুরু করেন ধীরেসুস্থে। প্রথম বাউন্ডারি আসে মার্ক অ্যাডাইরের করা পঞ্চম ওভারে তামিমের সৌজন্যে। অ্যাডাইরের করা ৭ম ওভারেই চোখ ধাঁধানো এক ছক্কা হাঁকান লিটন দাস। ধীরে ধীরে দুজনেই হাত খোলেন। জমে ওঠা এই জুটি ভাঙে তামিমের রান-আউটে।

১০ ওভারে ৪২ রানের জুটি গড়লেন আরেক ওপেনার লিটন দাসকে সঙ্গে নিয়ে। ১০ম ওভারের শেষ বলটি থেকে রান হয় না। তবুও তামিম লিটনকে কল দিলেন রান নেয়ার জন্য। শর্ট রানের জন্য দৌড় দেয়ার আগেই বল কুড়িয়ে সরাসরি থ্রো করেন মার্ক অ্যাডেয়ার।

সরাসরি থ্রোটি আঘাত হানে নন-স্ট্রাইকপ্রান্তের স্ট্যাম্পে। তখনও ক্রিজে পৌঁছার অনেক পথ বাকি তামিমের। আউট হয়ে হতাশায় মুষড়ে পড়লেন তিনি। ৩১ বলে ২৩ রান করে রানআউটের শিকার হলেন বাংলাদেশ অধিনায়ক। এর মধ্যেই মেরেছেন ৪টি বাউন্ডারির মার।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

এ প্রতিবেদন লেখার সময় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে এক ‍উইকেট হারিয়ে ৭৩ রান।  লিটন অপরাজিত আছেন ৩৩ রানে


সর্বশেষ সংবাদ