গরমে মেঘনায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

আলিফ (১৭)
আলিফ (১৭)  © সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রচণ্ড গরমে মেঘনা নদীতে গোসলে নেমে আলিফ নামের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। রবিবার (৫ মে) দুপরে গজারিয়া অংশের মেঘনা সেতুর প্রথম পিলারের কাছে আলিফ তলিয়ে যায়।

নিখোঁজ আলিফ (১৭) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী মো. ফয়সাল প্রধানের একমাত্র ছেলে। সে ভবেরচর ল্যান্ডভারী স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা অংশ নেয়।

নিখোঁজ আলিফের নানা আলী আহম্মেদ জানান, আলিফ সাঁতার জানতো না। বেলা ১১টার দিকে আলিফ ৭ থেকে ৮ জন বন্ধুর সঙ্গে মেঘনা নদীর সেতুর নিচে গোসলে নামে। গোসল করতে এসে আলিফ তলিয়ে গেছে।

স্থানীয় লোকজন ও গোসল করতে আসা প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় নদীতে ভাটা ছিল। বন্ধুরা গোসলে নামে। আলিফ তীর ঘেঁষে জিআই ব্যাগে দাঁড়িয়ে ছিল। এর মধ্যে বন্ধুর সহযোগিতায় সাঁতরে দ্বিতীয় পিলারের যাওয়ার সময় আলিফ পানিতে তলিয়ে যায়।
 
স্থানীয়রা জানান, দাবদাহ ও তীব্র গরমে প্রতিদিনই এখানে বিভিন্ন এলাকা থেকে যুবকরা দল বেঁধে গোসল করতে আসে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান পরিচালনা করছে।

 

সর্বশেষ সংবাদ