জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০২:০৪ PM

বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা। তবে এই সমস্যা কাটানোর জন্য বিশ্বব্যাপী অনেক স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে, যা মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এসব স্কলারশিপে শুধু টিউশন ফি-ই নয়, যাতায়াত, আবাসন, বিমানখরচসহ অন্যান্য খরচও প্রদান করা হয়। কিন্ত এই স্কলারশিপগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক হওয়ায় যথাযথ প্রস্তুতি, সঠিক পরিকল্পনা ও সময়মতো আবেদন করলে সফলতা অর্জন করা সম্ভব।
এখানে বিশ্বব্যাপী কিছু নামকরা কিছু স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটের তালিকা দেওয়া হল, যা আপনাকে আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে সাহায্য করবে।
১. ফুলব্রাইট স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)
অফিশিয়াল ওয়েবসাইট : https://foreign.fulbrightonline.org/
২. চেভেনিং স্কলারশিপ (যুক্তরাজ্য)
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.chevening.org/
৩. DAAD স্কলারশিপ (জার্মানি)
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.daad.de/en/
৪. ইরাসমুস মুন্ডাস স্কলারশিপ (ইউরোপ)
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en
৫. MEXT স্কলারশিপ (জাপান)
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.studyinjapan.go.jp/en/
৬. CSC স্কলারশিপ (চীন)
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.csc.edu.cn/
৭. কমনওয়েলথ স্কলারশিপ (যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশসমূহ)
অফিশিয়াল ওয়েবসাইট: https://cscuk.fcdo.gov.uk/
৮. গেটস কেমব্রিজ স্কলারশিপ (যুক্তরাজ্য)
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.gatescambridge.org/
৯. রোডস স্কলারশিপ (অক্সফোর্ড, যুক্তরাজ্য)
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.rhodeshouse.ox.ac.uk/
১০. সুইস এক্সিলেন্স স্কলারশিপ (সুইজারল্যান্ড)
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants.html
১১. নেদারল্যান্ডস স্কলারশিপ (হল্যান্ড)
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.studyinnl.org/finances/scholarships
১২. অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ
অফিশিয়াল ওয়েবসাইট :- https://www.dfat.gov.au/people-to-people/australia-awards
১৩. নিউজিল্যান্ড স্কলারশিপ
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.studywithnewzealand.govt.nz/scholarships
১৪. অক্সফোর্ড ক্ল্যারেনডন স্কলারশিপ (যুক্তরাজ্য)
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.ox.ac.uk/clarendon
১৫. সিঙ্গাপুর সরকারি স্কলারশিপ (SGUS)
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.moe.gov.sg/financial-matters/awards-scholarships
১৬. কানাডা ভ্যানিয়ার স্কলারশিপ
অফিশিয়াল ওয়েবসাইট: https://vanier.gc.ca/
১৭. বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.gatesfoundation.org/
১৮. আডা লাভলেস স্কলারশিপ (নারী শিক্ষার্থীদের জন্য)
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.adalovelaceinstitute.org/
১৯. গুগল অ্যানা ইউনিভার্সিটি স্কলারশিপ
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.microsoft.com/en-us/research/academic-programs/
২০. মাইক্রোসফট রিসার্চ স্কলারশিপ
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.microsoft.com/en-us/research/academic-programs/
২১. রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ
অফিশিয়াল ওয়েবসাইট: https://russia.study/ru
২২. ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.chevening.org/scholarship/bangladesh/
২৩. ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.esteri.it/en/opportunita/borse-di-studio/
২৪. তুর্কি বুর্সলারি স্কলারশিপ (তুরস্ক)
অফিশিয়াল ওয়েবসাইট: https://turkiyeburslari.gov.tr/en/page/prospective-students/
২৫. ডেনিশ সরকারি বৃত্তি (ডেনমার্ক)
অফিশিয়াল ওয়েবসাইট: https://studyindenmark.dk/study-options/tuition-fees-scholarships/tuition-fees-and-scholarships
২৬. কেমব্রিজ ট্রাস্ট স্কলারশিপ
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.cambridgetrust.org/
২৭. রোটারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.rotary.org/en/our-programs/scholarships
২৮. NASA ইন্টার্নশিপ ও স্কলারশিপ
অফিশিয়াল ওয়েবসাইট: https://intern.nasa.gov/
২৯. ইউনেসকো স্কলারশিপ
অফিশিয়াল ওয়েবসাইট: https://en.unesco.org/fellowships