ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ রোমানিয়ায়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১১:২০ AM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ১১:২০ AM

রোমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির প্রধান ভিত্তি এর শক্তিশালী শিক্ষাব্যবস্থা। রোমানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপের সুযোগ প্রদান করে থাকে। যার মধ্যে অন্যতম ট্রান্সিলভানিয়া ইউনিভার্সিটির ‘ট্রান্সিলভানিয়া একাডেমিকা স্কলারশিপ’, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় একটি সুযোগ।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে রোমানিয়ার ট্রান্সিলভানিয়া ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ স্কলারশিপের জন্য। আবেদনের শেষ সময় আগামী ২৫ এপ্রিল ২০২৫।
ট্রানসিলভানিয়া ইউনিভার্সিটি রোমানিয়ার ব্রাসভের একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। ব্রাসভের উচ্চশিক্ষার ভিত্তি স্থাপিত হয়েছিল ১৯৪৮ সালে, যখন সিলভিকালচার ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৪৯ সালে মেকানিক্স ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৩ সালে সিলভিকালচার ইনস্টিটিউট ফরেস্ট্রি ইনস্টিটিউটে পরিণত হয়।
সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;
*শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি হিসেবে ৮০০ রোমানিয়ান লিউ (বাংলাদেশি টাকায় প্রায় ২১ হাজার ২৩৫ টাকা) প্রদান করবে;
*ডরমিটরিতে বিনা মূল্যে থাকার সুযোগ দেবে;
আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
আবেদনের যোগ্যতা—
*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফল থাকতে হবে;
*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফল থাকতে হবে;
*পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফল থাকতে হবে;
*ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে;
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;
প্রয়োজনীয় নথিপত্র—
*আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);
*একাডেমিক পেপারস;
*তিনটি রেফারেন্স লেটার;
*মোটিভেশন লেটার;
*রিসার্চ প্রপোজাল (পিএইচডি);
*অন্যান্য পেপারস (যদি থাকে);
আরও পড়ুন: চীনে উচ্চশিক্ষা: জেনে নিন পড়াশোনার খরচ-স্কলারশিপ-আবেদনপদ্ধতিসহ আদ্যোপান্ত
আবেদনপদ্ধতি—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ এপ্রিল ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।