ধর্ষণের বিরুদ্ধে তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  © টিডিসি

সাম্প্রতিক ঘটে যাওয়া ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তিতুমীর কলেজে শিক্ষার্থীরা। আর রবিবার (২৩ ফেব্রুয়ারি) ক্যাস্পাসটির মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আমাদের সংগ্রাম চলছে চলবে’; ‘আমার বোন কান্না করে প্রশাসন কি করে’; ‘অ্যাকশন টু ডাইরেক অ্যাকশন’; ‘চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’; ‘চাঁদাবাজের বিরুদ্ধে আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাক্ষী হয়েছি । জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা এমন একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখছি, যেখানে অপরাধ প্রবণতার অবসান ঘটবে। কয়েক দিন ধরে ডাকাতি, ছিনতাই, ধর্ষণের পরিমাণ বেড়ে গিয়েছে। ২৪-পরবর্তী এ সময়ে বাংলাদেশে ধর্ষণের, ছিনতাইসহ সব অরাজকতার কোনো ঠাই হবে না। ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। না হলে কঠোর কর্মসূচির দিকে আমরা ধাবিত হব।’


সর্বশেষ সংবাদ