আরও ৯১ জনের নতুন পদ, তিতুমীর ছাত্রদলের কমিটি এখন ৪৮৯ সদস্য বিশিষ্ট

তিতুমীর কলেজ ও ছাত্রদলের লোগো
তিতুমীর কলেজ ও ছাত্রদলের লোগো   © টিডিসি সম্পাদিত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটির সংখ্যা ফের বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন করেন।

বর্ধিত কমিটিতে নতুন করে ২০ জনকে যুগ্ম-আহ্বায়ক ও ৭১ জনকে সদস্য করা হয়েছে। 

এর আগে পূর্ণাঙ্গ কমিটিতে ইমাম হোসেনকে আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্য সচিব করে ৩৯৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল। সবমিলিয়ে ৪৮৯ সদস্য বিশিষ্ট কমিটি হলো এই শিক্ষাপ্রতিষ্ঠানে।


সর্বশেষ সংবাদ