জবি ছাত্রদলের ৪৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৪ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০১ PM

দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পতনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং সামসুল আরেফিনকে সদস্য সচিব করে জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এবার সেই কমিটি পূর্ণাঙ্গ রূপে আত্মপ্রকাশ করলো, যেখানে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন ২০৫ জন এবং সদস্য পদে রয়েছেন ২৫৩ জন, সর্বমোট ৪৬০ সদস্যের কমিটি গঠিত হয়েছে।
কমিটি প্রসঙ্গে সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক কমিটি নয়, বরং দীর্ঘদিনের সংগ্রামী ছাত্রদের স্বীকৃতি দেওয়ার একটি প্রচেষ্টা। ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করা প্রতিটি কর্মীকে তাদের যথাযথ মর্যাদা দিতেই আমরা একটি বড় পরিসরের কমিটি গঠন করেছি। অতীতে কমিটিতে পদ কুক্ষিগত রাখার সংস্কৃতি ভেঙে এবার আমরা সকল স্তরের নেতাকর্মীদের মূল্যায়ন করেছি।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, এই কমিটি শুধু ব্যক্তিগত পদ-পদবীর জন্য নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে গঠিত হয়েছে। এখানে দীর্ঘদিনের লড়াই করা কর্মীদের জায়গা দেওয়া হয়েছে, সকল মত ও পথকে একত্রিত করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম দাঁড় করানো হয়েছে। জবি ছাত্রদল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করবে।
নবগঠিত কমিটি শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।