তিতুমীর কলেজে দুই হলে ছাত্রদলের কমিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৭ PM

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে দুই হলে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। আক্কাসুর রহমান আঁখি হল ও শহীদ মামুন হলের ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশিত হয়। একই দিনে অন্য একটি বিজ্ঞপ্তিতে পূর্বঘোষিত আহ্বায়ক কমিটিকে বর্ধিত করা হয় ৷
আক্কাসুর রহমান আঁখি হল ছাত্রদলের সভাপতি পদে রয়েছেন মো. মঈনুদ্দিন তোহা আকন্দ ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ। অন্যদিকে শহীদ মামুন হল ছাত্রদলের নেতৃত্বে রয়েছেন সভাপতি মো. শাওন ফেরদৌস আফ্রিদি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. আবিদ হুসাইন নাঈম।
এদিকে, গত ৫ আগস্টের পর এখনো পর্যন্ত বন্ধ রয়েছে কলেজের আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাস, সংস্কার কাজ শেষ করে কবে চালু হবে হলটি এ বিষয়েও কোন সুরাহা হয়নি ৷ অন্যদিকে শহীদ মামুন ছাত্রাবাসটি এখনও নির্মাণ কাজ শেষ করে চালু করতে পারেনি কলেজ প্রশাসন।