ভর্তি পরীক্ষায় যানজট নিরসনের উদ্যোগ জবি ছাত্রদলের
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৫ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৫ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের তিন শিফটের ভর্তি পরীক্ষা চলছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় তীব্র যানজট দেখা দিলে যানজট নিরসনে কাজ করতে দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে পরীক্ষা চলাকালীন সময় শিক্ষার্থীদের সহযোগিতায় এসব কাজ করতে দেখা যায় তাদের।
এই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনসহ অন্যান্য নেতাকর্মীদেরকে যানজট নিরসনে তদারকি করতে দেখা যায়। এছাড়াও প্রতি শিফটের ভর্তি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সরঞ্জাম ও পানি বিতরণ করেন তারা। এসময় তারা দেরিতে আসা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতেও সহযোগিতা করেন।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে সবসময় পাশে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। তারই ধারাবাহিকতায় আজ আমরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সরঞ্জাম বিতরণ করি এবং তীব্র যানজট দেখা দিলে তা নিয়ন্ত্রণের চেষ্টা করি। যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন ভর্তি পরীক্ষা সফল করার লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছে।