নতুন কমিটি গঠনের ঘোষণা জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪ AM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়েছে পদবঞ্চিত ও কমিটির বিদ্রোহীরা।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ফেরদৌস শেখ এই ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরদৌস শেখ লিখেন, বিপ্লবীরা কখনো মাথা নত করে না। আর মাথা নত করার জন্য আন্দোলন করে নাই। ফ্যাসিজমের পতন হয়েছিল এই বিপ্লবীদের মাধ্যমেই। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন এর সাথে যুক্ত ছিলো, তাদের ব্যতীত এইসব পকেট কমিটি কখনোই মেনে নেওয়া হবে না।
তিনি আরও উল্লেখ করেন, আগামীকাল বিকালে জবি উন্মুক্ত লাইব্রেরি সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবির সাথে যুক্ত সকল স্টেক হোল্ডার উপস্থিতি হওয়ার জন্য আহবান করা হলো। এই পকেট কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিপ্লবীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। জবি থেকে লিষ্ট যাবে কেন্দ্রে, কেন্দ্র থেকে জবি তে নয়।
এর আগে গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহবায়ক ও সদস্যসচিব হয়েছেন যথাক্রমে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের মাসুদ রানা এবং ইংরেজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সিফাত হাসান সাকিব।