এডিপিতে নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্মাণ প্রকল্প
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬ AM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬ AM

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ প্রকল্প ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিকল্পনা শাখার উপসচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আওতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ স্থাপন’ প্রকল্পটি ৫৯৯ কোটি ৫০ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যায়ে মার্চ-২০২৫ থেকে ফেব্রুয়ারি-২০২৯ পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত। প্রকল্পটি ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।’
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে গৃহীত হয়েছে এবং চলতি বাজেটের অন্তর্ভুক্ত হয়েছে। এটি একনেকে অনুমোদন হলে চলতি বছরেই আমরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করতে পারব।
জানা গেছে, প্রতিষ্ঠার আট বছরেও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা না হওয়ায় তিন মাস ধরে আন্দোলন করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ২১ জানুয়ারি থেকে তারা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ সময় তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিলের পাশাপাশি ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে আন্দোলন করেন স্থানীয় ছাত্র-জনতাও। এছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মানববন্ধন ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) ১০ ফেব্রুয়ারির মধ্যে যদি পাসের কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।
আরো পড়ুন: মন্ত্রণালয়ের আশ্বাসেও অনড় তিতুমীরের শিক্ষার্থীরা, অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা
প্রতিষ্ঠার পর স্থায়ী ক্যাম্পাস নির্মানকাজ শুরুতে দেরির বিষয়ে এক সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, স্থায়ী ক্যাম্পাসের ৯ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হলেও সরকারের পরামর্শে তা আটবার সংকুচিত করতে হয়েছে। এতে দীর্ঘ সময় ব্যয় হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। ২০১৫ সালের ১১ মে মন্ত্রিসভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন-২০১৫’-এর খসড়া অনুমোদন পাওয়ার পর ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ‘'রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন’। বর্তমানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।