ইংরেজি না বুঝায় যে বিড়ম্বনায় পড়েছিলেন মোস্তাফিজ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ PM

সময়টা ২০১৬! প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পা রেখেছিলেন বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। সে সময়ে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে থাকা অধিনায়ক ডেভিড ওয়ার্নার, কোচ টম মুডিসহ প্রায় সবাই ছিলেন ইংরেজিভাষী। অথচ ফিজের ভাষা বাংলা, এ ছাড়া পুরো স্কোয়াডে কেবল তরুণ ব্যাটার রিকি ভুই বাংলাভাষী ছিলেন।
এমন পরিবেশ মানিয়ে নেওয়া মোস্তাফিজের জন্য সহজ ছিল না। ফলে, ভাষা না বোঝার কারণে প্রতিবারই বিড়ম্বনায় পড়েছিলেন তিনি। ঘটনা এমন, একবার খেলা চলাকালীন ইশারা করে অধিনায়ক ওয়ার্নার মাথার দিকে ইঙ্গিত করে বুঝানোর চেষ্টা করেছিলেন, মুস্তাফিজ যেন বুদ্ধি খাটান। কিন্তু তা উল্টো বুঝেন, টাইগার এই পেসার। যে কারণে মাথা লক্ষ্য করে বাউন্সার ছুঁড়ে বসেন ফিজ। এই ঘটনায় ভাষাগত সংকট, আরও প্রকট হয়ে উঠেছিল।
মোস্তাফিজ ইংরেজি না জানায় সে সময়ে কোচও বেশ বিড়ম্বনায় পড়েছিলেন। সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোকে তখনকার সেই পরিস্থিতি বর্ণণা করতে গিয়ে মুডির দাবি, ‘প্রথম দিকে ওকে নিয়ে সত্যিই সমস্যায় পড়েছিলাম।’
এ নিয়ে মুডি বলেন, ‘এই জায়গায় সতর্ক থাকতে হয়। আপনি ভাবছেন আপনি যা বোঝাতে চাচ্ছেন সেটা পরিষ্কার, কিন্তু খেলোয়াড়টি সম্পূর্ণ ভিন্নভাবে তা নিচ্ছে। এটা আইপিএলের এক বিশেষ দিক, যা যোগাযোগের সক্ষমতাকে চ্যালেঞ্জ করে। নিজের দেশের কারও সঙ্গে রসিকতা বা ব্যঙ্গ করা যতটা সহজ, এখানে তা নয়।’
মাঠের পারফরম্যান্স দিয়েই সেই আসরে ভাষার চ্যালেঞ্জ জয় করেছিলেন মোস্তাফিজ। ১৬ ম্যাচে ১৭ উইকেট শিকার করেছিলেন। তার এমন পারফরম্যান্সে শিরোপা জিতেছিল হায়দরাবাদ। তাতে বড় অবদান রাখায় সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন মোস্তাফিজ।