ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের যোগদান

ড. মো. শামছুল আলম
ড. মো. শামছুল আলম  © টিডিসি ফটো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) যোগদান করেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ বরণ করে নেন তাকে।

এসময় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, যারা যুগে যুগে আলিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেছেন তাদের নিয়ে আমরা অহংকার করি। আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থা একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা, এ শিক্ষা ব্যবস্থার ইতিহাস ঐতিহ্য রয়েছে, আমাদের সেই ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, মানবজীবনে নৈতিকতা, সততা এবং মূল্যবোধ সৃষ্টিতে আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই। এসময় তিনি এ শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কর্মরত সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একতাবদ্ধ হয়ে ন্যায়ের পথে কাজ করার আহ্বান জানান। 

এরপর জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস মাহমুদুল হাসান। 


সর্বশেষ সংবাদ