শূন্য আসনে ভর্তি নিচ্ছে কুবি
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০২:৫৭ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ০৩:০০ PM
গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শূন্য আসনে ভর্তি নেওয়া হবে। আগামী ৮ ও ৯ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪ পর্যন্ত এ ভর্তি কার্যক্রম চলবে। তবে কতটি আসনে ভর্তি নেওয়া হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন এবং ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান ড. মাহমুদুল হাসান।
তিনি বলেন, প্রায় ৮০টির মতো আসন খালি রয়েছে। মেধাতালিকা জিএসটি থেকে দেওয়া হবে। খোঁজ নিয়ে জানা যায়, দেশের কয়েকটি পাবলিক বিশ্বব্যদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলমান থাকায় শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে থাকা বিষয়গুলোর শিক্ষার্থীরা তাদের ভর্তি বাতিল করেছে। ফলে বিভাগগুলোতে শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে স্বাক্ষরবিহীন প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, ভর্তিকৃত শিক্ষার্থীদের স্বেচ্ছায় ভর্তি বাতিলের কারণে কিছু আসন শূন্য হওয়ায় একটি বিশেষ পর্যায়ের মাধ্যমে আসন পূরণের বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।