নজরুল বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ক্লাবের যাত্রা শুরু
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:২০ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:২০ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে যাত্রা শুরু করলো মার্কেটিং ক্লাব।
বুধবার (১৪ সেপ্টেম্বর) মার্কেটিং বিভাগে ক্লাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল।
আরও পড়ুন: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। অতঃপর ক্লাবটির লোগো উন্মোচন করেন উপাচার্য ড. সৌমিত্র শেখর। এসময় তিনি বলেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা যে মার্কেটিং ক্লাবের প্রয়োজনীয়তা অনুভব করতে পেরেছে, এজন্য আমি তাদের স্বাগত জানাই। এ ধরনের ক্লাব আমাদের কানেকটিভিটি বাড়াতে এবং নেটওয়ার্কিং তৈরিতে খুব সহায়তা করে। এছাড়াও আগামী দিনে মার্কেটিং এর সম্ভাবনা ও ক্লাবটির কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং বিশেষ অতিথি চন্দন কুমার পালকে মার্কেটিং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এরপর কেক কাটা ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগটির শিক্ষার্থী রাতুল রহমান ও সুমাইয়া ইসলাম সূচী।