এসএসসির কেন্দ্রে দায়িত্বে অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি

এসএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা
এসএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা  © সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে গাফিলতির অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) গণিত পরীক্ষার সময় বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান এ সিদ্ধান্ত নেন।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন—কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল ইসলাম, এড. নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল আলিম এবং একই বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদ।

উপজেলান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান গণমাধ্যমকে জানান, পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা একে অপরের সঙ্গে দেখাদেখি করছে, অথচ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাদের বাধা দিচ্ছেন না। এটি দায়িত্বে চরম অবহেলা ও অনিয়মের শামিল। তাই তাৎক্ষণিকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবক ও শিক্ষাবিদরা। তাঁদের মতে, পাবলিক পরীক্ষায় শৃঙ্খলা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষার সময় দায়িত্বে নিয়োজিত শিক্ষক-কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে এবং নকল বা অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতে এমন গাফিলতির অভিযোগে কেউ জড়িত থাকলে, তাদের বিরুদ্ধেও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ