ভারতের সঙ্গে মিলিয়ে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, খুশি জেলেরা

সমুদ্র
সমুদ্র  © সংগৃহীত

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ৬৫ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করল ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সময়সীমা কমিয়ে ৫৮ দিন নির্ধারণ করার পাশাপাশি ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞার মেয়াদ প্রায় একই সময়ে করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার পর তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের মৎস্য গবেষক, মৎস্যজীবী সংগঠন, ট্রলার মালিক এবং মৎস্য ব্যবসায়ীরা। দেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি, এত দিন পর্যন্ত প্রতি বছর বাংলাদেশের জলসীমায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকত ৬৫ দিন—২০ মে থেকে ২৩ জুলাই ৬৫। আর ভারতের জলসীমায় ৬১ দিন—১৫ এপ্রিল থেকে ১৪ জুন।

ট্রাম্প-পুতিন আলোচনার আগেই রাশিয়ার আস্ত্রাখানে ইউক্রেনের হামলা, ধ্বংস তেল শোধনাগার বাংলাদেশের মৎস্যজীবীদের অভিযোগ ছিল, নিষেধাজ্ঞা বলবৎ থাকার মধ্যে প্রায় ৩৯ দিন ভারতীয় মৎস্যজীবীদের একাংশ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যেতেন। এর ফলে কয়েক লক্ষ ধীবর পরিবার ক্ষতিগ্রস্ত হত। 

পাল্টা অভিযোগ উঠত ভারতীয় মৎস্যজীবী সংগঠনগুলির তরফেও। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের জলসীমায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বাংলাদেশের চাঁদপুরের ‘কান্ট্রি ফিশিংবোট ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি শাহ আলম মল্লিক মঙ্গলবার ড. ইউনূস সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, `এর ফলে জলসীমা লঙ্ঘনের ঘটনা কমবে।'

সূত্র: আনন্দ বাজার


সর্বশেষ সংবাদ