ফেনীতে আওয়ামী লীগ সমর্থিত তিন ইউপি সদস্য গ্রেপ্তার
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ PM

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদে গোপন বৈঠকের অভিযোগে আওয়ামীপন্থি তিন ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তিনি বলেন, আটককৃতদের ফেনীর মহিপালে গত ৪ আগস্ট সংঘটিত গণহত্যা এবং ছাগলনাইয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- রাধানগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন প্রকাশ সালাউদ্দিন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদ সোহেল এবং ছাগলনাইয়া উপজেলা জাসদের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক আওয়ামী লীগ নেত্রী সংরক্ষিত (১,২,৩) মহিলা সদস্য আসমাউল হোসনা।
এর আগে ইউপি প্রশাসনিক কর্মকর্তার কক্ষে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা বেলায়েত হোসেনসহ ইউপি সদস্যদের তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে রাধানগর ইউনিয়ন পরিষদে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত ইউপি সদস্যদের নিয়ে গোপন বৈঠক চলছিল। সন্দেহ হলে স্থানীয় ছাত্র-জনতা সেখানে গিয়ে বৈঠক কক্ষটি তালাবদ্ধ করে তাদের অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সময় অবরুদ্ধ অবস্থায় রাধানগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোমেনা বেগম বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পরিষদের দায়িত্ব পালন করি এবং ইউপি সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে একটি রেজুলেশনের জন্য সভা আহ্বান করেন। নিয়মিত কার্যক্রম শেষে বিকেলে সভা শুরু হলে কারা এসে কক্ষের দরজায় তালা লাগিয়ে অবরুদ্ধ করে। আওয়ামীপন্থি সদস্যদের নিয়ে বৈঠকের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কারা আওয়ামীপন্থি আমি জানি না নিয়মিত উপস্থিত সদস্যদের নিয়েই রেজুলেশন করা হচ্ছিল।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আমি কোন দলীয় লোকজন নিয়ে মিটিংয়ে বসিনি। সম্প্রতি ইউনিয়ন পরিষদের সদস্যদের মাঝে কারা উপস্থিত ও কারা অনুপস্থিত এ বিষয়ে তথ্য জানতে চায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। সেজন্য রাধানগর ইউনিয়ন পরিষদের যে-সব ইউপি সদস্য নিয়মিত আসেন তাদের নিয়ে আমরা সভা শুরু করি। পরবর্তীতে আরো কিছু ইউপি সদস্য পরিষদে আসলে আমাদের কক্ষে তালা দেয়া হয়।
রাধানগর ইউনিয়ন ছাত্র প্রতিনিধি শাহেদ হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের একটি গোপন মিটিং হচ্ছিল বলে আমরা খবর পাই। খবর পাওয়ার পরপরই আমরা ছাত্র প্রতিনিধিরা সেখানে জড়ো হই। এর মধ্যে বিক্ষুব্ধ একজন গিয়ে কক্ষটিতে তালা লাগিয়ে দেন। তালাবদ্ধ অবস্থায় যারা ভিতরে ছিলেন, তাদের উদ্ধার করতে স্থানীয় কয়েকজন হামলা করে। এ সময় আমাদের কয়েকজন ছাত্র আহত হন। ভিতরে যারা ছিল, তারা জানালা কেটে পালানোর চেষ্টা করে। এ সময় ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রাহেলা আক্তার স্বপ্না পালিয়ে যান। আরও একজন পালানোর চেষ্টা করলে আমরা তাকে ধরে ফেলি। তার কাছ থেকে একটি ইলেকট্রিক শক গান উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে এলে আটক ব্যক্তিদের গাড়িতে উঠিয়ে থানায় নেওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মী এতে বাধা দেয়। পরিস্থিতি জটিল হয়ে উঠলে পুলিশ যৌথবাহিনীর সহায়তা নেয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।