তসলিমা নাসরিনের মৃত্যু হলে দায়ী থাকবেন যে চিকিৎসক

তসলিমা নাসরিন
তসলিমা নাসরিন  © ফাইল ছবি

ভুল চিকিৎসার শিকার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট শেয়ার করতে দেখা গেছে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে। এবার টুইটারে তার মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকের নাম জানিয়েছেন তিনি। 

গত মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে তসলিমা নাসরিন জানিয়েছেন, ‘টোটাল হিপ রিপ্লেসমেন্টের জটিলতার কারণে যদি আমার মৃত্যু হয়, তাহলে একমাত্র ডাক্তার খারবান্দাই দায়ী থাকবেন। হাঁটুর ব্যথা নিয়ে অ্যাপোলো হাসপাতালে পৌঁছানোর পর তিনি কয়েক ঘণ্টার মধ্যে আমার টিএইচআর (THR) করেছিলেন। যা আমার জন্য এখনো দুঃস্বপ্নের। তিনি আমাকে  এক্স-রে (XRAY) এবং সিটি ফাইন্ডিং (CT findings) সম্পর্কেও মিথ্যা বলেছেন।’

এর আগে গত ১৯ জানুয়ারি এক ফেসবুক পোস্টে তসলিমা লিখেছিলেন, ‘ধিক্কার দিচ্ছি নিজেকে। ধিক্কার দিচ্ছি এতকালের আমার মেডিক্যাল জ্ঞানকে। আমাকে হাসপাতালে মিথ্যা কথা বলা হয়েছিল যে আমার হিপ বোন ভেঙেছে। আমার কোনো জয়েন্ট পেইন ছিল না, জয়েন্ট ডিজিজ ছিল না। আমাকে মিথ্যা কথা বলে, ফিমার ফ্র্যাকচারের ট্রিটমেন্টের নামে আমার হিপ জয়েন্ট কেটে,  ফিমার কেটে ফেলে দিয়ে আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে। ধিক্কার দিচ্ছি আমি কেন ক্রিমিনাল টিমের ট্র্যাপে পড়লাম। আজ আমি এক্স-রে রিপোর্ট দেখলাম আমার। আমার কোথাও কোনো ফ্র্যাকচার হয়নি সেদিন।’ 

প্রসঙ্গত, সম্প্রতি বাসার মেঝেতে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন দেশ থেকে দীর্ঘদিন ধরে নির্বাসিত তসলিমা নাসরিন। হাসপাতালে ভর্তির পর  চিকিৎসকেরা জানান, তসলিমার পায়ের ফিমার নামের হাড়টির গলায় একখানা ক্র্যাক হয়েছে। এরপর তার হিপ জয়েন্টে অস্ত্রোপচার করা হয়। তবে ভুল অপারেশনের অভিযোগ তুলে প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করছেন তিনি।


সর্বশেষ সংবাদ