সংস্কারের ৩ বছর সময় নিয়ে মন্তব্য করেননি আসিফ নজরুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:২১ AM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:২১ AM
সম্প্রতি, ‘সংস্কার হতে সময় লাগবে তিন বছর এর আগে কোনো নির্বাচন হবে না’ শীর্ষক একটি মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের দাবিতে একটি ডিজিটাল ব্যানার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ তথ্য সঠিক নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সংস্কার হতে সময় লাগবে তিন বছর এর আগে কোনো নির্বাচন হবে না’ শীর্ষক কোনো মন্তব্য আসিফ নজরুল করেননি বরং কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া আসিফ নজরুলের ফেসবুক পেজেও এ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সংস্থাটি আরও জানায়, সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল যদি এমন মন্তব্য করে থাকেন, তা গণমাধ্যমে প্রকাশ হবে। কিন্তু যেহেতু এমন কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি, তাই স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় প্রচারিত এই দাবি ভিত্তিহীন।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে ‘Nusrat Fariha’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ৬ জানুয়ারি প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
ওই পোস্টে একটি ডিজিটাল ব্যানার ব্যবহার করা হলেও কোনো উৎস বা সোর্স উল্লেখ করা হয়নি।
অর্থা কোনো সূত্র ছাড়াই আলোচিত দাবিটি শুরুতে প্রচার করা হয়। পরবর্তীতে তা আসিফ নজরুলের বক্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সুতরাং ‘সংস্কার হতে সময় লাগবে ৩ বছর, এর আগে কোনো নির্বাচন হবে না’ শীর্ষক মন্তব্য আসিফ নজরুল করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।