এবার সুপারশপে দেখা মিলল বিসিবির সাবেক সভাপতি পাপনের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:০৪ PM
ছাত্র-জনতার অভ্যুথানে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। তার পতনের পর থেকেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা পলাতক রয়েছেন। বিসিবির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক এমপি নাজমুল হাসান পাপন তাদের মধ্যে একজন।
গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছে। সরকার পতনের ৫ মাস পর এবার দেখা মিলেছে তার। এ সংক্রান্ত ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি সুপারশপে কেনাকাটা করছেন নাজমুল হাসান পাপন। এ সময় তার পাশে এক নারীকে দেখা গেছে। তবে সুপারশপটি কোথায় এবং তার সাথে থাকা নারীটি কে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে লন্ডনের একটি বাঙালি রেস্টুরেন্টের সিঁড়িতে সস্ত্রীক তাকে বসে থাকতে দেখা যায়।
আরো পড়ুন: সচিবালয়ের সামনে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের অবস্থান, পুলিশের বাধা
উল্লেখ্য, কিশোরগঞ্জ-৬ (ভৈরব) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি ছিলেন পাপন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্বে পালন করেছেন তিনি।