ভোটারদের বয়স তিন বছর কমানোর পক্ষে হাসনাত আব্দুল্লাহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ PM
ভোটারদের বয়স তিন বছর কমানো উচিত বলে মনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘তরুণ প্রজন্মকে নেতৃত্বের প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় ১৫ বছরে ভোটের বয়স দেওয়া উচিত।’ বুধবার (৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা প্রজাপতির মতো, মৌমাছির মতো ও ভ্রমরের মতো। এদের মধ্যে প্রজাপতির মতো যে শিক্ষার্থী রয়েছে তারা ইতিবাচক, নেতিবাচক প্রভাব রাখতে পারে না। আর যারা মৌমাছির মতো, তারা ফুলের মধু আহরণ করে।
‘তার মানে শিক্ষকের কথা শোনে। সে মোতাবেক পড়াশোনা করে। এছাড়া ভ্রমর ধরনের যারা শিক্ষার্থী, তারা যেমন ঘুরে বেড়ায় তেমনি তারা পড়াশোনাও করে। তাই শিক্ষার্থীদের মৌমাছির মতো হতে হবে। ভালোভাবে জ্ঞান আহরণ করতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা যারা নতুন প্রজন্মের প্রতিনিধি, তারা যেন আর দলকানা না হই। তাহলে অভ্যুত্থানের যে স্পিরিট, কেউ এমন ফ্যসিস্ট হয়ে যাবে, এক নায়ক হয়ে যাবে একেবারে। যারা আমাদের জন্য কাজ করবে, আমরা তাদের জন্য কাজ করবো। সবাইকে রাজনীতিবিদ হতে হবে এমন না, তবে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে।
এর আগে, তিনি ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে তেতুঁলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।