সাতক্ষীরায় একুশে বই মেলার উদ্বোধন

ছড়াতে আঁধার তাড়াতে বই পড়ি, পাঠাগার গড়ি এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় তিন দিন ব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে তিন দিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই বই মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের লেখকদের বইয়ের স্থান পায় এই মেলায়। সাতক্ষীরার ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনী, মুসলিম শাসকদের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, ছোটদের ছড়া, কবিতা, উপন্যাস প্রভৃতি বইয়ের সমারোহে জমে উঠেছে বই মেলা।

এসময় তথ্য অফিসার জনাব জাহারুল ইসলাম,অধ্যক্ষ ড. শিহাবউদ্দীন, ফিরোজ রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ