দাখিল পরীক্ষার আরবি প্রথম পত্রে শতভাগ নম্বর অর্জনের কৌশল
- মো. যোবায়েরুল ইসলাম
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ PM

প্রতিটি পরীক্ষার পেছনে থাকে স্বপ্ন ভবিষ্যতের পথ তৈরির দৃঢ় আকাঙ্ক্ষা। দাখিল পরীক্ষার ক্ষেত্রেও বিষয়টি ভিন্ন নয়। আর যখন বিষয়টি হয় ‘আরবি প্রথম পত্র’ তখন তা শুধু নম্বর পাওয়ার বিষয় নয় এটি একটি ঐতিহ্য, একটি ভাষাগত দক্ষতা অর্জনের প্রমাণও। শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য এ লেখায় তুলে ধরা হলো কীভাবে কৌশলে প্রস্তুতি নিয়ে শতভাগ নম্বর অর্জন করা সম্ভব।
প্রথমেই বুঝে নিতে হবে মানবণ্টন। আরবি প্রথম পত্রের প্রশ্নপত্র গঠিত পাঁচটি ভাগে। সেগুলো হল- পঠিত পাঠ, অপঠিত পাঠ, কবিতা, শব্দভাণ্ডার ও লেখনী চর্চা। প্রশ্নফাঁস বা শুধু মুখস্থ নির্ভর প্রস্তুতির যুগ চলে গেছে। এখন দরকার হচ্ছে বোঝার প্রস্তুতি ও সৃজনশীল অনুশীলন। আর সেটিই নিশ্চিত করবে ভালো ফলাফল।
পঠিত পাঠ (২০ নম্বর): প্রস্তুতির প্রাণভোমরা
এই অংশে বইয়ের নির্ধারিত ৯টি ইউনিট থেকে আসে প্রশ্ন।
কৌশল: প্রতিটি ইউনিট ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রশ্ন দেখে উত্তর নয় পাঠ দেখে প্রশ্ন বানানোর মতো দক্ষতা গড়ে তুলুন। সঠিক-ভুল, সংখ্যা পরিবর্তন, বাক্য গঠন প্রভৃতি প্রশ্নের জন্য নিজে নিজে অনুশীলন করুন। প্রতিটি পাঠের মূল শব্দগুলোর অর্থ, ক্রিয়া ও বিশেষ্য আলাদা করে চিহ্নিত করুন।
অপঠিত পাঠ (২০ নম্বর): বাস্তব দক্ষতার পরীক্ষা
অপঠিত অনুচ্ছেদ পড়ে তা থেকে তথ্য তুলে এনে প্রশ্নের উত্তর দিতে হয়।
কৌশল: প্রতিদিন ১টি করে নতুন অনুচ্ছেদ পড়ুন এবং প্রশ্ন তৈরি করে নিজে নিজে উত্তর দিন। আরবি শব্দ দেখে অর্থ আন্দাজ করার অভ্যাস গড়ে তুলুন। এতে অপরিচিত অনুচ্ছেদও সহজ হয়ে যাবে।
কবিতা: কাব্যিক ভাবনার সফল রূপ (২০ নম্বর) : এই অংশে কবিতা থেকে বিস্তারিত, সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে।
কৌশল: কবিতার পঙক্তি শুধু মুখস্থ নয়, তার ভাব, বার্তা ও শব্দচয়ন বুঝে অনুশীলন করুন। ২টি গুরুত্বপূর্ণ কবিতা সম্পূর্ণরূপে আয়ত্ত করুন এবং ২-৩টি পঙক্তির ব্যাখ্যার জন্য প্রস্তুতি রাখুন।
শব্দভাণ্ডার পরীক্ষা (২০ নম্বর): ভাষার ভিত্তি। ভাষা শেখার মূল হচ্ছে শব্দভাণ্ডার।
কৌশল: প্রতিদিন ১০টি নতুন শব্দ শিখুন এবং তা দিয়ে বাক্য তৈরি করুন। শূন্যস্থান পূরণ ও বাক্য গঠনের জন্য নিয়মিত চর্চা করুন।
লেখনী অনুশীলন (২০ নম্বর): মেধা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। এ অংশে সংলাপ রচনা, বাক্য সংযুক্তি, বিপরীত শব্দ ইত্যাদি প্রশ্ন থাকে।
কৌশল: পরিচিত বিষয়ের ওপর সংলাপ অনুশীলন করুন: যেমন শিক্ষক-ছাত্র, দোকানি-ক্রেতা, বন্ধুদের মধ্যে সংলাপ ইত্যাদি। প্রতিটি সংলাপে ব্যবহার করুন সহজ, সঠিক ও ব্যাকরণসম্মত বাক্য। বিশেষ পরামর্শ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পরীক্ষার প্রস্তুতি যেন শুধু বই মুখস্থ না হয়, বরং প্রতিটি অনুচ্ছেদ, কবিতা ও অনুশীলন যেন ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যম হয়। প্রতিদিন সময় ভাগ করে অনুশীলন করুন, আরবি পড়ুন, লিখুন এবং কথোপকথনের চেষ্টা করুন। অভিভাবকরা সন্তানদের দৈনিক প্রস্তুতি তদারকি করুন এবং উৎসাহ দিন। বিগত বছরের প্রশ্নপত্র অনুযায়ী মডেল টেস্ট নিয়ে প্রস্তুতির অগ্রগতি যাচাই করুন।
আরবি প্রথম পত্র শুধু একটি বিষয়ের নাম নয়; এটি এক ঐতিহাসিক, কুরআন ও হাদিসের ভাষা শেখার সেতুবন্ধ। আর এই ভাষায় ভালো ফলাফল শুধু সম্মানজনক নয়, বরং এক অনন্য অর্জনও বটে। সঠিক দিকনির্দেশনা, নিয়মিত চর্চা ও ধৈর্যের সাথে প্রস্তুতি হলে এ বিষয়ে ৯০ থেকে ১০০ নম্বর পাওয়া কোনো দূর স্বপ্ন নয় বরং এক বাস্তবতা।
লেখক, প্রভাষক (আরবি), সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা