করোনায় মৃত্যুহীন আরেকটি দিন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০৪:৪৯ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২২, ০৫:৪৬ PM
নভেল করোনাভাইরাস সংক্রমণ কমার ধারার মধ্যে আরও একটি মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ, আর শনাক্ত রোগীও নেমেছে ৫৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ৬ হাজারের মতো নমুনা পরীক্ষা করে এই ৫৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ০৯ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭১৪জন হয়েছে। মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ১২২ জনের।
সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন ৭১৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৮২ হাজার ৯১৪ জন সুস্থ হয়ে উঠলেন। সেই হিসাবে এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন ৩৯ হাজার ৬৭৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ৯১৪ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ছয় হাজার ৩৫০টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ৩৬৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৭৯৫টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১১৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৩ হাজার ৪৫৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১০ হাজার ৬০৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩২ হাজার ৯৫১ জন।