ব্যক্তিগত তথ্য চুরি করছে স্মার্টফোনের ৩৬ অ্যাপ

ব্যক্তিগত তথ্য নিচ্ছে অ্যাপ
ব্যক্তিগত তথ্য নিচ্ছে অ্যাপ  © প্রতীকী ছবি

গোপনে গ্রাহকের তথ্য চুরি করে এমন ৩৬টি অ্যাপের সন্ধান মিলেছে প্লে স্টোরে। বিশেষ করে ব্যাংকিং তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, তথ্য পাচার রোধে যতদ্রুত সম্ভব এসব অ্যাপ স্মার্টফোন থেকে মুছে ফেলতে হবে। 

অ্যাপগুলো ব্যবহারকারীদের অজান্তেই স্মার্টফোনে থাকা বিভিন্ন আর্থিক সেবার পাসওয়ার্ড সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে পারে। ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলোর সন্ধান পেয়েছে 'ডক্টর ওয়েব'। ম্যালওয়্যার থাকার বিষয়টি জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, 'পরিসংখ্যান বলছে সারা বিশ্বের প্রায় ১ কোটি মানুষ এই ম্যালওয়্যার যুক্ত অ্যাপ ডাউনলোড করেছেন। কমবেশি প্রায় ৩৬টি অ্যাপের কথা জানা গেছে।' 

আরও পড়ুন : স্মার্টফোন থেকে ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড চুরি করছে ১৭ অ্যাপ

>> ফটো এডিটর: বিউটি ফিল্টার
>> ফটো এডিটর: রিটাচ অ্যান্ড কাটআউট
>> ফটো এডিটর: আর্ট ফিল্টার
>> ফটো এডিটর: ডিজাইন মেকার
>> ফটো এডিটর অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইরেজার
>> ফটো অ্যান্ড অ্যাক্সিফ এডিটর
>> ফটো এডিটর: ফিল্টার ইফেক্টস
>> ফটো ফিল্টার অ্যান্ড ইফেক্টস
>> ফটো এডিটর: ব্লার ইমেজ
>> ফটো এডিটর: কাট,পেস্ট
>> ইমোজি কিবোর্ড: স্টিকার অ্যান্ড জিআইএফ
>> নিয়ন থিম কিবোর্ড
>> নিয়ন থিম অ্যান্ড্রয়েড কিবোর্ড
>> কেস ক্লিনার
>> ফাস্টক্লিনার: কেস ক্লিনার
>> কল স্কিন- কলার থিমস
>> ফানি কলার
>> কলমি ফোন থিম
>> ইনকল: কন্টাক্ট ব্যাকগ্রাউন্ড
>> মাইকল-কল পারসনালাইজেশন
>> কলার থিম
>> ফানি ওয়ালপেপারস-লাইভ স্ক্রিন
>> ৪কে ওয়ালপেপারস আউট চেঞ্জার
>> নিউস্ক্রিন: ৪ডি ওয়ালপেপারস
>> স্টক ওয়ালপেপারস অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস
>> নোটস- রিমাইন্ডার অ্যান্ড লিস্টস


সর্বশেষ সংবাদ