গোপালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ PM

গোপালগঞ্জের কোটালীপাড়ার উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রাম ও মদনপাড়া গ্রামের এসব ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত দুই শিশুরা হলো কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে আড়াই বছর বয়সের ওমর ফারুক ও মদনপাড়া গ্রামের মশিউর হাজরার মেয়ে আট বছর বয়সের নুসরাত খানম।
ওসি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার সকালের চৌরখুলী গ্রামের জসিম শেখের স্ত্রী শিশু ছেলে ওমর ফারুকে উঠানে বসিয়ে ফারুকে মা জামা কাপড় ধুতে পুকুর ঘাটে যায়। কিছুক্ষণ পরে ওমর ফারুক না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পশ্চিম পাশের পুকুরে ওমর ফারুককে পুকুরে পানিতে ভাসতে দেখা যায়। পরে পুকুর থেকে স্বজনরা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ছুঁয়েও দেখা যাচ্ছে না ইলিশ, অন্য মাছে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি
ওসি জানান, প্রায় একই সময়ে বাড়ির পাশে ভেকু মেশিন দিয়ে মাছের ঘের কাটা দেখতে যায় নুসরাত খানম। পরে বাড়ি ফেরার পথে বিজয় মাস্টারের মাছের ঘেরে পড়ে যায়। পাশের বাড়ির এক শিশু নুসরাত পানিতে পড়ে গেছে বলে খবর দিলে স্বজনরা গিয়ে নুসরাতকে উদ্ধার করে। পরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কারও প্রতি কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।