বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১০:০৩ AM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ১০:০৩ AM

চট্টগ্রামের মীরসরাইয়ে বাসের ধাক্কায় সাদিয়া ইয়াসমিন জুথি (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়তাকিয়া ইউটার্ন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম।
জানা গেছে, নিহত সাদিয়া ইয়াসমিন জুথি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগড়া স্টেশন এলাকার রিপনের মেয়ে। তিনি স্থানীয় আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে আসা একটি বাস বড়তাকিয়া ইউটার্ন এলাকা অতিক্রম করার সময় সাদিয়াকে বহন করা অটোরিকশাটি রাস্তা পার হওয়ার উদ্দেশে হঠাৎ মহাসড়কে উঠে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম ‘বড়তাকিয়া বাইপাস এলাকায় দুর্ঘটনায় একজন নিহত হয়েছে সে খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’