পাবনায় আত্মসমর্পণ করা চরমপন্থী সদস্যদের মধ্যে চাল বিতরণ
- পাবনা প্রতিনিধি
- প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০৪:০০ PM

পাবনায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্যদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার মনোহরপুর এলাকায় জালালপুর নতুনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির আয়োজনে এ চাল বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন এনএসআই পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল, সহকারী পরিচালক এ বি এম লুৎফুল কবির, সদর থানার ওসি আবদুস সালাম, জালালপুর নতুনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক বাবলু ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন।
এ সময় ৭০ জন আত্মসমর্পণ করা চরমপন্থী সদস্যের মধ্যে ৩০ কেজি করে চাল তুলে দেন অতিথিরা।