পাবনায় আত্মসমর্পণ করা চরমপন্থী সদস্যদের মধ্যে চাল বিতরণ

আত্মসমর্পণ করা চরমপন্থী সদস্যের হাতে চাল তুলে দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস
আত্মসমর্পণ করা চরমপন্থী সদস্যের হাতে চাল তুলে দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস  © টিডিসি

পাবনায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্যদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার মনোহরপুর এলাকায় জালালপুর নতুনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির আয়োজনে এ চাল বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন এনএসআই পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল, সহকারী পরিচালক এ বি এম লুৎফুল কবির, সদর থানার ওসি আবদুস সালাম, জালালপুর নতুনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক বাবলু ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন।

এ সময় ৭০ জন আত্মসমর্পণ করা চরমপন্থী সদস্যের মধ্যে ৩০ কেজি করে চাল তুলে দেন অতিথিরা।


সর্বশেষ সংবাদ