সাত কলেজের বিজ্ঞান ইউনিটের প্রশ্ন দেখুন এখানে

ভর্তিচ্ছুরা
ভর্তিচ্ছুরা   © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের বিজ্ঞান ইউনিটের সংশ্লিষ্ট বিভাগগুলোতে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। যা চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

কেন্দ্র গুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজ, ভবন-১, ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজ, ভবন-২, গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (হোম ইকনোমিক্স কলেজ), আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, উইল্‌স‌ লিট্‌ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ ও মতিঝিল গভমেন্ট বয়েজ হাই স্কুল।

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের প্রশ্ন নিচে দেওয়া হলো_

  

DC 3


সর্বশেষ সংবাদ