‘সেকেন্ড টাইম’র দাবিতে ঢাকায় জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

আন্দোলনে যোগ দিতে আসা শিক্ষার্থীরা
আন্দোলনে যোগ দিতে আসা শিক্ষার্থীরা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার দাবিতে ঢাকায় জড়ো হতে শুরু করেছেন ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণরা।

কর্মসূচির ডাক দেয়া শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা কলেজের সামনে সমাবেশ করবেন তারা। সমাবেশ সফল করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শনিবার রাতে অনেকে ঢাকায় এসেছেন। রবিবর সকালেও ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে তারা ঢাকায় আসছেন। যে কোন মূল্যে আজকের সমাবেশ সফল করতে চান তারা।

জানতে চাইলে নরসিংদী থেকে আন্দোলনে যোগ দিতে আসা হাসনাত জামি জানান, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পাওয়া আমাদের অধিকার। ঢাবি কর্তৃপক্ষ তাদের ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতে পারে না। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে যুক্তি দেখাচ্ছে সেটি মেনে নেয়া যায় না। আমাদের দাবি আমরা আদায় করেই ছাড়বো।

আরও পড়ুন: গুচ্ছে এবারও ‘সিলেকশন’ থাকছে!

জানা গেছে, বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী, ইউজিসি, ভিসি ও অনুষদের ডিনদের স্মারকলিপি দিয়েছেন। কিন্তু আশানুরূপ কোনো সংবাদ তারা পাননি। যার কারণেই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

তথ্যমতে, সর্বপ্রথম দ্বিতীয়বার ভর্তির সুযোগ বন্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন শিক্ষার্থীদের বেশি সুযোগ প্রদান, জালিয়াতি রোধ এবং আসন শূণ্যতা ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছিলো বিশ্ববিদ্যালয়টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর পর জগন্নাথ, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ও একই পথে হেঁটেছে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা দ্বিতীয়বার ভর্তির সুযোগ পান।

আরও পড়ুন: ‘সংক্ষিপ্ত সিলেবাসেই’ জাবি ভর্তি পরীক্ষা

করোনার কারণে শিক্ষা ব্যবস্থায় ধস নামে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা নিয়মিত সশরীরে ক্লাসে অংশ নিতে পারেন নি। অনলাইন ক্লাসে যুক্ত ছিলেন তারা। নিয়মিত ক্লাস না হওয়ায় সরকারের পক্ষ থেকে ২০২০ সালে এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেয়া হয়। এতে পরীক্ষার্থীর সংখ্যাও অনেক বেড়ে যায়। কিন্তু সে অনুযায়ী বাড়েনি উচ্চ শিক্ষার আসন। পরীক্ষার্থী কমাতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সিলেকশন পদ্ধতি প্রয়োগ করে। এই কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষার আগেই ঝরে পড়ে।

শিক্ষার্থীদের দাবি, বিশ্বের প্রায় সব দেশেই উচ্চ শিক্ষায় দ্বিতীয়বার ভর্তির সুযোগ রয়েছে। উপমহাদেশে শুধু বাংলাদেশেই সেই সুযোগ বন্ধ রয়েছে। অবিলম্বে সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চালু করার দাবি জানান তারা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন ভর্তিচ্ছুরা।


সর্বশেষ সংবাদ