ঢাবি ও মেডিকেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চান্স পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ AM
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয় © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া পঞ্চগড়ের ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের সমন্বয়ক এ্যাডভোকেট মো. আহসান হাবীব সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফরাদ হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং মকবুলার রহমান সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, প্রত্যন্ত জেলা পঞ্চগড় থেকেও শিক্ষার্থীরা আজ দেশের শীর্ষ বিদ্যাপীঠে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছে—এটি অত্যন্ত গর্বের। এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দেশপ্রেম নিয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মোট ২০০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

 

বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫