দীর্ঘদিনের ইমামকে ‘ওমরাহ হজে’ পাঠাচ্ছেন প্রবাসীরা

১৪ নভেম্বর ২০২৫, ১০:৪০ AM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৪ AM
ইমামকে সংবর্ধনা

ইমামকে সংবর্ধনা © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক হৃদয়ছোঁয়া উদ্যোগের জন্ম দিয়েছে এলাকার প্রবাসী যুবকরা। দীর্ঘ ২৩ বছর ধরে হাটখোলা মাইতুল মামুর জামে মসজিদে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইমামতি করে আসা মাওলানা আকরাম হোসাইনকে এবার তারা ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে পাঠাচ্ছেন ওমরাহ হজে। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাগরিবের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা হয় এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ইমামের হাতে তুলে দেওয়া হয় ওমরাহর টিকিট, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাসেম ভূইয়ার, সঞ্চালনা করেন সাংবাদিক কেফায়েতুল ভূইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চনপুর হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম, মিরাশানী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমদ হোসাইন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাহার ভূইয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক মুসল্লি।

অশ্রুসিক্ত কণ্ঠে মাওলানা আকরাম হোসাইন বলেন, ‘পবিত্র মক্কা শরীফে গিয়ে ওমরাহ করার নিয়ত অনেক দিনের। কিন্তু অর্থের অভাবে কখনই যাওয়া হয়নি। যে সামান্য বেতন পাই তা দিয়ে পরিবার চালাতেই হিমশিম খেতে হয়। গ্রামের প্রবাসীরা আমাকে ওমরাহ করতে পাঠানোর উদ্যোগ নিয়েছেন—এটা আমার জীবনের বড় পাওয়া। তাদের অধিকাংশই আমার ছাত্র। তাদের এই ভালোবাসায় আমি আজ কৃতজ্ঞতায় আপ্লুত।‘

তিনি জানান, তার বাবা অতীতেও একই মসজিদের ইমাম ছিলেন। পরিবার ও ঐতিহ্যের এই ধারাবাহিকতা ধরে রেখে তিনি ২৩ বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানের শেষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ ওমরাহ সফরের জন্য বিশেষ দোয়া করা হয়। পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

আগামী শুক্রবার (১৪ নভেম্বর) তিনি পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন।

 

বিপিএলের স্থগিত ২ ম্যাচের সূচি জানাল বিসিবি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
অফিসার নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, পদ ১০, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নির্বাহী আদেশে বুধবার একদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার তথ্যটি গুজব, রাতেও তিনি ডায়াল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের শোক ঘোষণা, পে স্কেলের দাবিতে …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ ভিসির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫