পাঠদান বন্ধ রেখে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

২৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ PM
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৬১ জন শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষকরা পাঠদান বন্ধ রেখে অনুষ্ঠানে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লার যৌথ আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ ৬১ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান, সহকারী শিক্ষা অফিসার জীবন কৃষ্ণ চৌকিদার ও মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

শিক্ষকরা পাঠদান বন্ধ রেখে অনুষ্ঠানে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়।

এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস স্বীকার করেন, ‘স্কুলের সময়ে এ আয়োজন করে আমাদের ভুল হয়েছে।’

এদিকে গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোছনা খাতুন বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর সাহেবের বিদায় সংবর্ধনার বিষয়টি আমার জানা নেই।’

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার বলেন, ‘এমন আয়োজনের বিষয়ে আমি জানতাম না। সংশ্লিষ্টদের কাছ থেকে বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস জানান, ‘আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।’

উল্লেখ্য, টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান সম্প্রতি টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বদলি হয়েছেন।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫