আন্দোলনরত শিক্ষকদের মাঝে পানি বিতরণ ছাত্রদলের কেন্দ্রীয় নেতার

১৪ অক্টোবর ২০২৫, ০৫:১৬ PM
এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম কাজলের  পানি বিতরণ

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম কাজলের পানি বিতরণ © টিডিসি সম্পাদিত

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে পানি বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল। মঙ্গলবার (১৪ অক্টবর) দুপুরে পানি বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিকুল ইসলাম সাগর, আলহাজ্ব উদ্দীন, মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান হিমু, শামীম বিন রফিক, মেহেদী হাসান, তানভীর হোসেন, মো. রবিন খান এবং টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী মূসা, তূর্য প্রমুখ।

এ বিষয়ে ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম কাজল বলেন, শিক্ষক সমাজ জাতির আলোকবর্তিকা। তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন রাষ্ট্রের দায়িত্ব। 

এদিকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেছেন শিক্ষকেরা। মঙ্গলবার (অক্টোবর) দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন এ সময়সূচি ঘোষণা করা হয়। 

এর আগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি আজ দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল। শিক্ষক নেতারা জানিয়েছেন, ‌তারা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলনকারীরা বলছেন, তারা শিক্ষা উপদেষ্টার ‘আলোচনার প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছেন। তবে তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে আজ বিকেল চারটা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পিছিয়েছেন। তারা বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি না মানলে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি করবেন।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষকদের  তিন দফা দাবির মধ্যে রয়েছে—মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসাভাতা দেড় হাজার টাকা করা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা। 

ময়মনসিংহের ১১ আসনের ৯ টিতেই বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হ্যাটট্রিক হার নোয়াখালীর, টানা ২ জয়ে শীর্ষে রাজশাহী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শ্রেণীকক্ষ ও ছাত্রাবাস দখল করে বসবাসের অভিযোগ মাদ্রাসা সুপা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
মোট মনোনয়নপত্র দাখিল ২৫৮২টি, কোন বিভাগে কত?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আর শোনা যাবে না আবু ওবায়দার ভাষণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নয়াপল্টনে সাড়ে তিনঘন্টা অফিস করে মাকে দেখতে এভারকেয়ারে তারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫