ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক, স্নাতক-স্নাতকে অধ্যয়নরতদেরও সুযোগ আবেদনের

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ PM
বিশ্বব্যাংকের সহায়তায় যুক্তরাষ্ট্রে চার মাস মেয়াদি ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

বিশ্বব্যাংকের সহায়তায় যুক্তরাষ্ট্রে চার মাস মেয়াদি ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে চার মাস মেয়াদি ফাইন্যান্স, উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশসহ অন্যান্য দেশের কলেজে অধ্যয়নরত ও স্নাতকের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৬ সালের ২৬ মে শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ২০২৬ সালের ৩ আগস্ট পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পরিচালিত হবে এ ইন্টার্নশিপ প্রোগ্রাম। আবেদনের শেষ সময় আগামী ১২ অক্টোবর ২০২৫।

বিশ্বব্যাংক ট্রেজারি সামার ইন্টার্নশিপ-২০২৬ এর মাধ্যমে শিক্ষার্থীরা কাজের পাশাপাশি ফাইন্যান্স, উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবেন। বিশ্বের অন্যতম শীর্ষ সংস্থার সঙ্গে কাজের সুযোগ পাওয়ার পাশাপাশি সিনিয়র ট্রেজারি অফিসার ও ম্যানেজারদের সঙ্গে টেকনিক্যাল ও ক্যারিয়ার সেশনে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

সুযোগ-সুবিধা—

*প্রতি ঘণ্টায় ২১ দশমিক ৮০ ডলার (আমেরিকার নন, এমন নাগরিকদের জন্য) এবং ২৬ দশমিক ২০ ডলার (আমেরিকান নাগরিকদের জন্য) ভাতা;

*মোট কাজের সময়: ৪০০ ঘণ্টা;

*সপ্তাহে অন্তত চার দিন অফিসে উপস্থিত থাকতে হবে;

*ইন্টার্নরা কাজের জন্য পাবেন একটি করে ল্যাপটপ;

*প্রয়োজনে যুক্তরাষ্ট্রে কাজের জন্য ভিসা স্পনসর করবে বিশ্বব্যাংক;

*ইন্টার্নশিপ শেষে জুনিয়র অ্যানালিস্ট পদে নিয়োগ পাওয়ার সুযোগ রয়েছে;

*ইন্টার্নশিপ শেষে যোগ্য প্রার্থীরা ট্রেজারি জুনিয়র অ্যানালিস্ট পদে আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা ও শর্ত—

*চার বছরের স্নাতক ডিগ্রির সমমানের প্রোগ্রামের দ্বিতীয় বর্ষ শেষে অধ্যয়নরত হতে হবে;

*স্নাতক সম্পন্ন করতে হবে ডিসেম্বর ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৭–এর মধ্যে;

*ভালো অ্যাকাডেমিক রেকর্ড থাকতে হবে;

*ইন্টার্নশিপের পুরো সময়ে ফুলটাইম কাজের জন্য প্রস্তুত থাকতে হবে;

*একই সঙ্গে অন্য কোনো চাকরি বা ইন্টার্নশিপে নিয়োজিত থাকা যাবে না;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে জাপান, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

দরকারি কাগজপত্র—

*এক পৃষ্ঠার কভার লেটার (পিডিএফ);

*এক পৃষ্ঠার রেজুমি (পিডিএফ);

*অর্ধপৃষ্ঠার পারসোনাল স্টেটমেন্ট (পিডিএফ);

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য World Bank Treasury Internship Portal ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সব ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। আবেদন সম্পূর্ণভাবে জমা না দিলে বাতিল বলে গণ্য হবে।

আবেদনের শর্তাবলি, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতেি এখানে ক্লিক করুন।

মূল্যায়ন প্রক্রিয়া—

নির্ধারিত সময়ে জমা দেওয়া সম্পূর্ণ আবেদনগুলো পর্যালোচনা করবে রিক্রুটমেন্ট কমিটি। নির্বাচিত প্রার্থীদের অনলাইন টেস্ট ও সাক্ষাৎকারে ডাকা হতে পারে। ফলাফল জানানো হবে ডিসেম্বরের (২০২৫) মধ্যে।

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫