৪১ দিন জামাতে নামাজ ১৭ কিশোরের: বাইসাইকেল উপহার দিল শাখা জামায়াত ও ব্যবসায়ী

আরও ৩৫ কিশোরকে ব্যাগ প্রদান

০৬ জুলাই ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৫:০০ PM
জামাতে নামাজ আদায় করায় ১৭ কিশোরকে বাইসাইকেল উপহার

জামাতে নামাজ আদায় করায় ১৭ কিশোরকে বাইসাইকেল উপহার © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামে টানা ৪১ দিন তাকবিরের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৭ কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এছাড়া নিয়মিত নামাজ আদায়ে অংশ নেওয়া আরও ৩৫ শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ তুলে দেওয়া হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে কসবা পশ্চিম ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী শাখা ও স্থানীয় ব্যবসায়ী আবদুস ছাত্তারের যৌথ উদ্যোগে মসজিদ চত্বরে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কসবা-আখাউড়া আসনের মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার। এতে আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন, স্থানীয় জামায়াত নেতা মো. সালাউদ্দিন, আজগর ডিলার এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার প্রদানকারী উদ্যোক্তা আবদুস ছাত্তার বলেন, কিশোরদের মসজিদমুখী করতেই এই উদ্যোগ নিয়েছি। আশা করি, তারা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখবে। এতে তারা যেমন উপকৃত হবে, আমরাও এর সাওয়াবের অংশীদার হতে পারব। সমাজের সবাইকে এমন ভালো কাজে এগিয়ে আসা উচিত।

স্থানীয় মুসল্লিদের মতে, এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিত এমন আয়োজনের দাবি জানান।

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন
  • ২৯ ডিসেম্বর ২০২৫