এমবাপ্পের বাইসাইকেল কিকে নাটকীয় জয়, সেমিতে রিয়াল

০৬ জুলাই ২০২৫, ১০:১৬ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৪:৪১ PM
এমবাপ্পের বাইসাইকেল কিকে গোল

এমবাপ্পের বাইসাইকেল কিকে গোল © সংগৃহীত

রোমাঞ্চকর এক ম্যাচ আর শেষ মুহূর্তে নাটকীয়তায় ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল। তবে ইনজুরির টাইমে জোড়া গোলে জার্মান ক্লাবটি চমক দেখালেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল।

পাঁচ গোলের থ্রিলারে ৩-২ ব্যবধানে জিতে সেমিতে পা রেখেছে ১০ জনের রিয়াল। লস ব্লাঙ্কোসদের হয়ে গনসালো গার্সিয়া, ফ্রান গার্সিয়া ও কিলিয়ান এমবাপ্পে একটি করে গোল পেয়েছেন। এ নিয়ে ক্লাব বিশ্বকাপে মোট ৪ গোলের দেখা পেলেন ‘নতুন রাউল’খ্যাত গনসালো গার্সিয়া। 

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকেই প্রাধান্য ছিল রিয়ালের। ম্যাচের দশম মিনিটে আরদা গুলারের দারুণ ক্রসে ভলিতে বল জালে জড়ান  গনসালো গার্সিয়া।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্রান গার্সিয়া। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর আর কোনো গোল না হলে জোড়া লিড নিয়েই বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। 

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ইনজুরির টাইমের দ্বিতীয় মিনিটে রুডিগারের দুর্বল ক্লিয়ারেন্সে সুবাদে বল পেয়ে জালে জড়ান বেইয়ার। ঝাপিয়ে পড়েও তা ক্লিয়ার করতে পারেননি থিবো কোর্তয়া। 

মিনিট দুয়েক পরই গুলেরের পাসে বাইসাইকেল কিকে রিয়ালকে ৩-১ গোলে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি পায় ডর্টমুন্ড। পেনাল্টি থেকে গোল করেন গুইরাসি। শেষদিকে আরেকবার ভয় জাগান ডর্টমুন্ড মিডফিল্ডার স্যাবিটাইজার। তবে তার জোরালো শট ঠেকিয়ে বিপদ হতে দেননি থিবো কোর্তোয়া।

ফাইনালে ওঠার লড়াইয়ে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে রিয়াল ।  আগামী বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি । অন্য সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলবে চেলসি।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫