বিশ্বের ৭০০০ চিত্রকর্মের মধ্যে ‘সেরা’ তালিকায় দৃষ্টি চাকমার পেইন্টিং

২২ জুলাই ২০২৫, ১২:৪০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
দৃষ্টি চাকমা তার চিত্রকর্মের সঙ্গে

দৃষ্টি চাকমা তার চিত্রকর্মের সঙ্গে © সংগৃহীত

বাংলাদেশ প্রকশৌল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী ও স্থপতি দৃষ্টি চাকমার আঁকা একটি চিত্রকর্ম লন্ডনের ‘লন্ডন ক্রিয়েটস ২০২৫’ নামের আন্তর্জাতিক শিল্প-প্রদর্শনীতে স্থান পেয়েছে।  যেখানে বিশ্বের ৭ হাজারেরও বেশি চিত্রকর্মের মধ্য থেকে সেরা নির্বাচিত কাজগুলোর একটি হিসেবে দৃষ্টির কাজটি বাছাই করা হয়।

এই প্রদর্শনীর আয়োজন করেছে যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা স্থাপত্য প্ল্যাটফর্ম আর্কিসোর্স। নির্বাচিত চিত্রকর্মগুলো ‘ড্রয়িং অব দ্যা ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৫’-এর আওতায় প্রদর্শিত হয় লন্ডনের দ্য ট্রুম্যান ব্রিউয়ারিতে।

জানা যায়, দৃষ্টি চাকমা বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন আর্কিটেকচারে পড়াশোনা করছেন। সেখানকার ডিজাইন স্টুডিও ‘আর্ট, কালচার অ্যান্ড আদার থিংস’-এর অধীনে, শিক্ষক স্যামুয়েল হান্টারের তত্ত্বাবধানে এই চিত্রকর্মটি তৈরি করেন তিনি। কাজটি তিনি যৌথভাবে নির্মাণ করেছেন স্থপতি হৃষীতা সিংহের সঙ্গে। প্রদর্শনীতে তার কাজের পাশাপাশি স্থান পেয়েছে পৃথিবীর খ্যাতনামা স্থাপত্য প্রতিষ্ঠান ফোস্টার+পার্টনার্স এবং আরএসএইচপির কাজও।

আরও জানা যায়, প্রদর্শনীতে নির্বাচিত কাজগুলো বাছাই করেছেন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন স্থপতি ও শিল্প-পর্যালোচকদের একটি প্যানেল, যার মধ্যে ছিলেন নারিন্দর সাগু, জিম হেভারিন, উইল জনস্টন, স্যাম কনওয়ে, এলিজা গ্রোভেনর এবং আর্কিসোর্সের সহ-প্রতিষ্ঠাতা ম্যানসেল হেইন্স ও এমিলি গ্লিন।

আরও পড়ুন: চবিতে বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৬ শিক্ষক

এ বিষয়ে দৃষ্টি চাকমা অনুভূতি প্রকাশ করে গত ১৯ জুলাই নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে লেখেন, এটি আমার জন্য নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত। আমার আঁকা একটি চিত্র, যা হৃষীতা সিংহের সঙ্গে একটি একাডেমিক সহযোগিতার অংশ হিসেবে তৈরি। বিশ্বব্যাপী জমা পড়া ৭ হাজারটিরও বেশি চিত্রের মধ্যে থেকে ড্রয়িং অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস-এর সেরা নির্বাচিত কাজগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই চিত্রটি লন্ডন ক্রিয়েটস ২০২৫ প্রদর্শনীতে প্রদর্শিত হয়, যার আয়োজন করে আর্কিসোর্স।

তিনি আরও  লেখেন, এটি প্রদর্শিত হয় বিশ্বের শীর্ষস্থানীয় সৃজনশীল ব্যক্তিত্ব ও স্থাপত্য প্রতিষ্ঠানগুলোর কাজের পাশে, যেমন ফস্টার অ্যান্ড পার্টনার্স এবং আরএসএইচপি—নির্মিত পরিবেশে সৃজনশীলতা উদযাপন উপলক্ষে আয়োজিত এক বিশাল আয়োজনের অংশ হিসেবে। এই চিত্রটি আমি তৈরি করি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন আর্কিটেকচারের ডিজাইন স্টুডিও ‘শিল্প, সংস্কৃতি ও অন্যান্য বিষয়াবলি’-তে, স্যামুয়েল হান্টারের তত্ত্বাবধানে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই কাজটি ড্রয়িং অব দ্য ইয়ার ২০২৫ বইতেও প্রকাশিত হয়েছে, যেখানে বছরের সেরা চিত্রকর্মগুলো স্থান পেয়েছে। এই অসাধারণ সুযোগের জন্য আর্কিসোর্সকে জানাই অশেষ কৃতজ্ঞতা।

 

ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মামুন, আজ বহিষ্কার করল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
৪৮তম বিসিএসের গেজেট কবে, যা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
যশোরে বিএনপির নেতাকে হাতুড়িপেটা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিতর্কিত পোস্ট ডাকসু নেতার, নেটিজে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫