আরমান আহমদ শাফিন © সংগৃহীত
রাজধানীর উত্তরা ৮ নাম্বার সেক্টর সংলগ্ন দক্ষিণখানের একটি বাসা থেকে আরমান আহমদ শাফিন নামের এক জুলাই গণঅভ্যুত্থানে আহত এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে দক্ষিণখানের এলাকার নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।
নিহত ওই শিক্ষার্থীর ঢাকা কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী। তিনি অনলাইনভিত্তিক ডিজিটাল একটি প্ল্যাটফর্মে ট্রেইনর হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, আরমান আহমদ শাফিন জুলাইযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ছিলেন। তার মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাসার একটি কক্ষ থেকে আরমান আহমদ শাফিনের মরদেহ উদ্ধার করা হয়। ওই কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, দক্ষিণখানের ওই বাসায় বাবা, মা ও স্ত্রীর সঙ্গে থাকতেন আরমান আহমদ শাফিন। দুপুরের দিকে খবর পেয়ে বাসার একটি কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।