৭৩৫ শিক্ষার্থীকে বিনামূল্যে ইংরেজী শেখাবে ঢাকা কলেজ ছাত্রদল

০১ নভেম্বর ২০২৫, ০২:৫৭ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২৫, ০৩:০৬ PM
বিনামূল্য স্পোকেন ইংরেজী শিক্ষা কোর্সের উদ্বোধনীতে

বিনামূল্য স্পোকেন ইংরেজী শিক্ষা কোর্সের উদ্বোধনীতে © টিডিসি ফটো

দক্ষতা উন্নয়নে ৭৩৫ জন শিক্ষার্থীকে বিনামূল্য স্পোকেন ইংরেজী শিক্ষা কোর্সের আয়োজন করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল। শনিবার (০১ নভেম্বর) বেলা ১২টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে মাসব্যাপী ব্যতিক্রমধর্মী এ আয়োজনের উদ্বোধন করা হয়েছে। 

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে স্পোকেন ইংলিশ, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথির ছিলেন কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অনুপমা পাল। 

অতিথি বক্তা হিসেবে কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা উন্নয়নের গুরুত্বের বিষয়ে শিক্ষার্থীদের দিক-নির্দেশনা প্রদান করেন বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য মাহমুদা হাবিবা ও মেডিকো কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ড. জোবাইদুর রহমান জনি। 

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমাদের দেশের বিরাট জনসংখ্যা। সেই তুলনায় ভূমির পরিমাণ স্বল্প। দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। নেই ধারাবাহিকতায় ছাত্রদলের স্পোকেন ইংলিশ একটি মহৎ উদ্যোগ। দেশের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ লোকের সংকট রয়েছে, দক্ষতা উন্নয়নে এই উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা অর্জন ও আত্মবিকাশে সাহায্য করবে বলে আমার বিশ্বাস। 

আয়োজকদের তথ্যমতে, স্পোকেন ইংলিশ, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট-২০২৫ এর এই প্রশিক্ষণ কোর্সে রেজিস্ট্রেশন করেছেন ৭৩৫ জন শিক্ষার্থী। ১ নভেম্বর থেকে শুরু হয়ে এ কোর্সে পরীক্ষার মাধ্যমে সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। কোর্সে ১২ টি ক্লাসে প্রশিক্ষণ দিবেন দেশসেরা ছয়জন ইংরেজী শিক্ষক। 

দক্ষতা উন্নয়ন বিষয়ক ভিন্নধর্মী এই অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ মাতবর ও সোয়াইব আহমেদ সজীব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান। 

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫