নজরুল বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশনের দিনই মারামারি, মাথা ফাটল নবীন শিক্ষার্থীর

১৯ আগস্ট ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৯:৩১ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মারামারিতে আহত  সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকাশ দেবনাথ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মারামারিতে আহত সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকাশ দেবনাথ © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই নবীন শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকাশ দেবনাথ গুরুতর আহত হয়েছেন। তিনি ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জানা গেছে, রবিবার (১৭ আগস্ট) ওরিয়েন্টেশনের দিন দুপুরে মানিব্যাগ হারিয়ে যায় আকাশ দেবনাথের। বিকেলে তিনি বিবিএ ফ্যাকাল্টির সিঁড়িতে বসে খেলা দেখছিলেন। সেখানে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অর্কও উপস্থিত ছিলেন। পাশে থাকা এক বড় ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় ভুল হলে আকাশকে বারবার বুলিং করতে থাকেন অর্ক। 

এ সময় আকাশ বারবার জানায়, মানিব্যাগ হারানোর কারণে মানসিকভাবে খারাপ অবস্থায় আছেন তিনি। কিন্তু অর্ক বিরক্ত করা অব্যাহত রাখলে একপর্যায়ে তিনি রেগে গিয়ে অর্ককে গালি দেন। এরপরই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সিসি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র দুই পরিবারের সংঘর্ষ, আহত ৬

তাদের মধ্যে মারামারির এক পর্যায়ে আকাশ সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে সহপাঠীরা দ্রুত তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে। কয়েকদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেওয়া নিয়ে তাদের মৌখিক বিবাদ হয়। সেটি পরবর্তীতে মীমাংসা হয়ে যায় বলে জানা গেছে।

আহত শিক্ষার্থী আকাশ দেবনাথ বলেন, ‘মানিব্যাগ হারিয়ে যাওয়ায় আমি আসলে খুবই মানসিক চাপের মধ্যে ছিলাম। সে জন্য কারও সঙ্গে ঠিকমতো কথা বলার অবস্থায় ছিলাম না। কিন্তু আমি বারবার মানা করার পরও অর্ক আমাকে খোঁচাতে থাকে। এরপর কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পাই।’

এ বিষয়ে বক্তব্য জানতে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অর্কর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই খোঁজ নিয়েছি। শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন আছে। ঘটনার ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫