ভর্তি হয়েই অপহরণের শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

১৫ আগস্ট ২০২৫, ১২:৩৪ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০১ AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © লোগো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী কুমলাউ আরেংকে জিম্মি করে বিশ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে ত্রিশালের একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ত্রিশাল থানায় সাধারণ অভিযোগ (জিডি) করেছে ভুক্তভোগী ঐ শিক্ষার্থী।

জানা যায়, বুধবার (১৩ আগস্ট) দুপুরে ত্রিশাল বাজারে মেসের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে যান আরেং। এসময় বাজারে চলার পথে হঠাৎ চারজন দুর্বৃত্ত একটি সিএনজি করে এসে পথ আটকে মুখে কাপড় চেপে ধরে অজ্ঞান করে তাকে একটি বহুতল ভবনের ছাদে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।

পরে বাড়িতে ভর্তির মিথ্যা কথা বলে নিজ বিকাশ নম্বরে ২০ হাজার টাকা আনেন এই শিক্ষার্থী। পরে তার ফোন কেড়ে নিয়ে সেই টাকা ক্যাশ আউট করে ফোনটি দিয়ে দেয় দুর্বৃত্তরা। মুক্তিপণের টাকা নেওয়ার পর তারা কুমলাউকে ২ হাজার টাকা দিয়ে পুনরায় সিএনজিতে তুলে ত্রিশাল জিরো পয়েন্টে নামিয়ে দিয়ে ময়মনসিংহের দিকে চলে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী কুমলাউ আরেং বলেন, বাজারে যাওয়ার সময় হঠাৎ আমার মুখে কাপড় ধরে অজ্ঞান করে ফেলে চারজন লোক। পরে জ্ঞান ফিরলে নিজেকে একটি ভবনের ছাদের একটি কক্ষে আবিষ্কার করি। তারা আমার পায়ে রড দিয়ে আঘাত করে, আমার সারা শরীরে আঘাত করে, অসংখ্য চড় মারে। আমাকে মেরে ফেলারও হুমকি দেয়। তাদের দেখে মাদকাসক্ত মনে হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে গতকাল রাতে জানতে পেরেছি। এরপর তাদের ত্রিশাল থানায় অভিযোগ জমা দিতে বলি। এছাড়াও সার্কেল এসপি এবং ওসিকেও আমি বিষয়টি অবগত করেছি। তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা অভিযান শুরু করেছি। অপহরণকারীদের শনাক্ত এবং তাদের অবস্থান খুঁজে বের করতে ইতোমধ্যে কার্যক্রম চলমান রয়েছে। বিষয়টির তদন্ত সাপেক্ষে দ্রুতই আমরা ব্যবস্থা নেবো।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫