নেত্রকোনায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২৫ জুলাই ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ PM
গ্রেপ্তার হৃদয় খান

গ্রেপ্তার হৃদয় খান © সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলা ১৩ বছর বয়সী এক ছাত্রীকে অপহরণের অভিযোগে করা মামলার প্রধান আসামি হৃদয় খানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত তাকে পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবক হৃদয় খান বারহাট্টা উপজেলার জয়পাতাক গ্রামের নয়ন খানের ছেলে। ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (২৫ জুলাই) গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান জানান, সাত দিনের রিমান্ড আবেদনসহ হৃদয় খানকে আজ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এ অপহরণ মামলায় অন্যান্য অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং সেই সঙ্গে মামলার তদন্ত কার্যক্রম চলমান।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

জানা যায়, গত ২০ জুলাই (রবিবার) রাত সাড়ে ১১টার দিকে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের কাঁকুড়া এলাকায় দু-তিন জন অজ্ঞাতপরিচয় সঙ্গীসহ ওই ছাত্রীকে অপহরণ করেন হৃদয় খান। অপহরণের পাঁচ ঘণ্টা পর গত ২১ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী কৌশলে তার দাদার মোবাইলে ফোন করেন। পরে পরিবারের লোকজন ভুক্তভোগীকে গেরিয়া গ্রামের একটি কালভার্টের ওপর থেকে উদ্ধার করা হয়। এর পর থেকেই হৃদন খান পালিয়ে যান। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণ মামলা করা হয়।

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫