পাকিস্তানে তিন সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ AM
সেনাবাহিনীর উদ্ধার অভিযান

সেনাবাহিনীর উদ্ধার অভিযান © সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিন সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে অন্তত ২২ জনের। এর মধ্যে কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ১১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারি কর্মকর্তা হামজা শফাৎ বলেন, ওই বিস্ফোরণে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

এদিকে বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর নয় সদস্য নিহত হয়েছেন বলে সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে। সেনা সূত্রে আরও বলা হয়, এর জবাবে পরিচালিত অভিযানে গত চার দিনে ৫০ জন জঙ্গি নিহত হয়েছে।

ওয়াশুক জেলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডজনখানেক জঙ্গি একটি থানা ও সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পে হামলা চালায়। তবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে ঘটনার তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পরে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ১০ আগস্ট রাতে বেলুচিস্তানের ঝোব জেলায় পাকিস্তান–আফগানিস্তান সীমান্তের সামবাজা এলাকায় অভিযান চালিয়ে তিন জঙ্গিকে হত্যা করা হয়। চার দিনে মোট ৫০ জন জঙ্গি নিহত হয়েছে বলেও জানানো হয়। আইএসপিআর জানায়, নিহতদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

২০২২ সালের নভেম্বরে টিটিপির সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের পশ্চিমাঞ্চলে সহিংসতা বেড়েছে। সাম্প্রতিক হামলাগুলো মূলত বেলুচিস্তানে ঘটছে, যেখানে বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে বিদ্রোহ চালাচ্ছে। অন্যদিকে, টিটিপি মূলত খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনী, পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান সরকার বারবার অভিযোগ করেছে, ভারত বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে মদদ দিচ্ছে এবং আফগানিস্তান তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে। তবে কাবুল ও নয়াদিল্লি এ অভিযোগ অস্বীকার করেছে।

সংবাদসূত্র: আরব নিউজ

ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মামুন, আজ বহিষ্কার করল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
৪৮তম বিসিএসের গেজেট কবে, যা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
যশোরে বিএনপির নেতাকে হাতুড়িপেটা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিতর্কিত পোস্ট ডাকসু নেতার, নেটিজে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫